image

আনোয়ারায় সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর

image

চট্টগ্রামের আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস.এম আলমগীর চৌধুরী।

মঙ্গলবার দুপুরে উপজেলা তৈলারদ্বীপ নিজ বাড়িতে আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক জাহেদুল হকের হাতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী তুলে দেন তিনি। এসময় আনোয়ারার বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে মাঠে করছেন স্থানীয় সাংবাদিকরা। দেশের এ পরিস্থিতিতে সাংবাদিকদের পাশে এসে দাঁড়ানোর জন্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস.এম আলমগীর চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি।