image

আজ, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ইং

শ্রমিক সংকট-হারভেস্টার বিকলে বিপাকে রাউজানের কৃষককূল

রাউজান প্রতিনিধি    |    ১৩:৪২, মে ১০, ২০২১

image

কম্বাইন হারভেস্টার। ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক যন্ত্র। সরকারি ভর্তুকি প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ ৫০ হাজার টাকা ভুর্তকি দিয়ে অবশিষ্ট ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ২০ কিস্তিতে পরিশোধের চুক্তিতে কম্বাইন হারভেস্টারটি কিনেছিলেন রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের আধারমানিক গ্রামের কৃষক পীযুষ কান্তি চৌধুরী বিশু।

করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট আর কম খরচে সময়মতো ফসল ঘরে তোলার জন্য নানান বিভিন্ন সুবিধা সম্বলিত এই যন্ত্রটি কেনা হলেও বর্তমানে অচল হয়ে পড়েছে। সময়মতো ঘরে তুলতে না পারায় জমির ধান জমিতে নষ্ট হচ্ছে।

জানা যায়, কৃষক বিশু চৌধুরী ৪০একর জমিতে বোরা ধানের চাষাবাদ করেছেন। ব্যয় হয়েছে ১২ লাখ টাকা। ফলনও ভাল হয়েছে। সময়মতো ঘরে তুলতে পারলে ১শত ১০ টন ধান উৎপাদন হতো। আধুনিক ধান কাটার যন্ত্র নষ্ট হওয়ায় পাকা বোরো ধান কাটতে হচ্ছে কিছু সংখ্যক শ্রমিক দিয়ে। যন্ত্র নষ্ট এবং জমির ধান জমিতে নষ্ট হওয়ায় দ্বিমূখী লোকসান ঝুঁকিতে ওই কৃষক।

জানা যায়, ১৯৯০ সাল থেকে কৃষক পীযুষ কান্তি চৌধুরী বিশু ধান, গম, ভুট্টোসহ বিভিন্ন ধরনের সবজির চাষাবাদ করেন। এছাড়া গরু-মহিষের খামার, মাছ চাষ করেন।

কৃষি বিভাগের তথ্যানুযায়ী, এবার বোরো মৌসুমে রাউজানে ৫৪০ হেক্টর জমিতে হাইব্রীড এবং ৪ হাজার ২১০ হেক্টর জমিতে উফসি ধানের চাষ করা হয়েছে। এসব ধান কাটার জন্য সরকারী ভুর্তকি মূল্যে সরকার ২৪ লাখ টাকার কম্বাইন হারভেস্টার যন্ত্রটি দেয়া হয়েছে কৃষকদের। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রার্দুভাবে শ্রমিক সংকট। এই সংকট নিরসনের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শক্রমে ভুর্তুকি মূল্যে ‘মেটাল এগ্রো’ নামে একটি প্রতিষ্ঠান থেকে ক্রয় করেন কম্বাইন হারভেস্টার।

এই যন্ত্রটি দিয়ে রাউজানে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধনের পর কৃষক আনোয়ার পাশার ৪একর ধান কেটে নিজের ৩একর ধান কাটার পর অচল হয়ে পড়ে। এরপর মেটাল এগ্রো কর্তৃপক্ষকে জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি। যন্ত্রটি অচল হয়ে পড়ায় বিপুল পরিমান পাকা বোরো ধান ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে। জমির ধান জমিতেই নষ্ট হচ্ছে। এছাড়া এই যন্ত্রের মাধ্যমে ঘন্টায় এক একর জমির ধান কাটা, মারাই, ঝাড়াই ও বস্তাবন্দির সুবিধার কথা থাকলেও বাস্তবে সম্ভব হচ্ছে ৪০ শতক।

পাশাপাশি ১০/১২ আড়ি ধান গাছের সঙ্গে রয়ে যাচ্ছে। অথচ এই যন্ত্রটি ব্যবহার করে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় যেসব কৃষক বেশি পরিমাণ জমিতে চাষাবাদ করেছেন তাদের ধান কর্তন করার সবিধা প্রদানের কথা ছিল।
 
এ ব্যাপারে মেটাল এগ্রো’র অফিসে ফোন করা হলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আশরাফুজ্জান পরিচয় দিয়ে একব্যক্তি বলেন, আমাদের মেক্যানিক ফটিকছড়িতে রয়েছেন। তিনি এক ঘন্টার মধ্যে কৃষক বিশুর বাড়ীতে গিয়ে অচল হওয়া মেশিনটি মেরামত করে ব্যবহার উপযোগী করা হবে।

এই প্রসঙ্গে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ বলেন, ধানকাটার যন্ত্রটি অচল হওয়ার ব্যাপারে কৃষক আমাকে জানায়নি। বিক্রয়কারী প্রতিষ্ঠান মেরামত করে সচল না করলে ফেরত দেওয়া হবে। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image