image

আজ, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ইং

২৭ ফুট দূর থেকেও করোনা সংক্রমিত হতে পারে : নতুন ভয়ঙ্কর তথ্য

ডেস্ক    |    ০১:৩২, এপ্রিল ২, ২০২০

image

ছবি-প্রতীকি

নতুন এক গবেষণায় জানা গেছে, প্রাণঘাতী এই ভাইরাসটি অন্তত ২৭ ফুট অতিক্রম করতে পারে আর বাতাসে ঘুরতে পারে কয়েক ঘণ্টা।

সম্প্রতি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সহযোগী অধ্যাপক লাইদিয়া বোরোইবার এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে হাঁচি-কাশির গতিপ্রকৃতি নিয়ে গবেষণা করা এ বিজ্ঞানী জানান, করোনা মোকাবিলায় বর্তমানে সামাজিক দূরত্বের যে নির্দেশনা রয়েছে তা অনেক পুরনো। ১৯৩০-এর দশকের গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে এসব নির্দেশনা দেয়া হয়েছে।

লাইদিয়া তার গবেষণায় দেখেছেন, করোনার জীবাণুযুক্ত সব আকারের ড্রপলেটই অন্তত ২৩ থেকে ২৭ ফুট অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে এটি তার যাত্রাপথে সংস্পর্শে আসা যেকোনও বস্তুকেই দূষিত করে তুলতে পারে। এমনকি এসব জীবাণু বাতাসে কয়েক ঘণ্টা ঘুরে বেড়াতে সক্ষম।

উদারণস্বরূপ তিনি জানান, চলতি বছর চীনের একদল গবেষক করোনা আক্রান্ত রোগীর রুম ও হাসপাতালের ভেন্টিলেটরে এই ভাইরাসের উপস্থিতি খুঁজে পেয়েছেন।

একারণে এ মার্কিন গবেষকের বিশ্বাস, করোনা নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার বর্তমান নির্দেশনাগুলো খুবই সাধারণ মানের এবং এটি মহামারি এড়াতে যথেষ্ট নয়।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছিল, করোনার হাত থেকে বাঁচতে তিন ফুট দূরত্ব বজায় রাখাই যথেষ্ট। তবে, তারাও লাইদিয়ার এ গবেষণাকে স্বাগত জানিয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২১:০৩, জানুয়ারী ১৫, ২০২১

মোজাম্বিকে করোনায় প্রথম বাংলাদেশীর মৃত্যু


Los Angeles

১৪:০৬, নভেম্বর ৪, ২০২০

মোজাম্বিকে বাঁশখালীর ব্যবসায়ী নিখোঁজ


Los Angeles

২৩:২৯, সেপ্টেম্বর ১৬, ২০২০

মোজাম্বিকে মিললো বাঁশখালী প্রবাসীর গলাকাঁটা লাশ


Los Angeles

২১:৪৮, আগস্ট ২৮, ২০২০

দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনায় মিরসরাইয়ের রিপন নিহত


image
image