শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ২০:৪৭, মার্চ ৪, ২০২১
চন্দনাইশ উপজেলায় বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় অনিল আচার্য (৮০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ পটিয়া মোজাফফরাবাদ এলাকার মৃত কৃষ্ণ আচার্যের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে বেপরোয়া গতিতে আসা চট্টগ্রামমূখী একটি পিকআপ পথচারী অনিল আচার্যকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যায়। এদিকে পিকআপভ্যানটি পটিয়া এলাকায় স্থানীয়রা আটক করলেও চালক কৌশলে পালিয়ে গেছে বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Developed By Muktodhara Technology Limited