image

আজ, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

শেফালী ঘোষ : ১৯৪১-২০০৬

কবি আইউব সৈয়দ    |    ১৩:৫৪, আগস্ট ১৯, ২০১৮

image

শেফালী ঘোষ ১৯৪১ খ্রিষ্টাব্দের ১১ জানুয়ারী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়া গ্রামে জন্মগ্রহন করেন। বাবা কৃষ্ণ গোপাল ঘোষ এবং মা আশালতা ঘোষ। পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। শেফালী ঘোষ পড়াশোনা করেছেন কানুনগো পাড়া মুক্তাকেশী উচ্চবিদ্যালয়ে। গ্রামে বাবা ও পরে স্কুল শিক্ষকদের অনুপ্রেরণায় তাঁর সংগীত জগতে আসা। ১২ বছর বয়সে গ্রামের বাড়িতে ওস্তাদ তেজেন সেনের কাছে তামিল নিয়েছেন। শিল্পী হওয়ার পেছনে শেফালী ঘোষকে নানাভাবে উৎসাহিত করেছেন সংগীতজ্ঞ ননীগোপাল। পরে তাঁর সাথে শেফালী ঘোষের বিয়ে হয়। ১৯৬৪ খ্রিষ্টাব্দে শেফালী ঘোষ চট্টগ্রাম বেতারে তালিকাভুক্ত হন। বেতারে তার প্রথম গান শাওন রাতে যদি স্মরণে আসে মোরে ...। বাংলাদেশ টেলিভিশনে প্রথম গান প্রচারিত হয় ১৯৭০ খ্রিষ্টাব্দে। গানটি ছিল মোহন লাল দাশের কথা ও সুরে ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা। এই গানটি ১৯৬৮ খ্রিষ্টাব্দে শেফালী ঘোষের প্রথম রেকর্ডকৃত গান হিসেবে বাজারে আসে। ১৯৭৮ খ্রিষ্টাব্দে লন্ডনের মিলকা লিমিটেড তার গাওয়া ১০টি গানের লং প্লে বের করে। অন্যদিকে ১৫০ টি গানের অ্যালবাম রয়েছে এই শিল্পীর। এছাড়া তিনি ২০টি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শেফালী ঘোষের তিন হাজারের বেশী গান রয়েছে। উল্লেখ্যযোগ্য চির সবুজ কিছু গান হলো- ওরে সাম্পানওয়ালা, সূরয ওডেরলে ভাই লাল মারি,যদি সুন্দর এক্কান মুখ পাইতাম,সোনা বন্ধু, নাতিন বরই খা, চোডকাইল্যা পিরিত আঁর, ন মাতাই ন বুলাই গেলারে বন্ধুয়া,তুমি যে আমার জীবনের উপহার, মনের বাগানে ফুটিল ফুলরে, মানুরে সুন্দর মানু কি ঘর বানাইলা ইত্যাদি। তিনি যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য, জাপান, মধ্যপ্রাচ্যসহ বিদেশে ২০টির বেশী দেশে সংগীত পরিবেশন করেছেন। তাঁর গাওয়া আঞ্চলিক গানের স্বরলিপি নিয়ে একটি গ্রন্থের কাজ চলছে। গণমানুষের গানের ফুল শেফালী ঘোষ ২০০৬ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর মাত্র ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ শিল্পীকে গার্ড অব অনার প্রদান করে তার জন্ম ভিটা কানুনগোপাড়ায় সমাহিত করা হয়। জীবদ্দশায় শেফালী ঘোষ শব্দসৈনিক পদক ১৯৯০, শিল্পকলা একাডেমী পদক ২০০৩ লাভ করেন। অন্যদিকে মৃত্যুর পর এই কিংবদন্তি আঞ্চলিক গানের স¤্রাজ্ঞী শেফালী ঘোষকে রাষ্ট্রীয়ভাবে মরণোত্তর একুশে পদক ২০০৮ প্রদান করা হয়। 

সম্পাদনায় : কবি আইউব সৈয়দ, উপদেষ্টা সম্পাদক, সিটিজি সংবাদ.কম।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৩৬, জুন ৩, ২০২১

ঐতিহ্য আর ইতিহাসের অনন্য স্থাপনা বোয়ালখালীর বুড়া মসজিদ


Los Angeles

২২:০২, জানুয়ারী ১৫, ২০২০

ইতিহাস ঐতিহ্যের ছুরুত বিবির মসজিদ ও আলাওলের বংশধরদের সমাধি


Los Angeles

১৪:১৪, আগস্ট ১৯, ২০১৮

সৃজনে সুন্দরে মমত্বে চট্টগ্রাম


Los Angeles

১৪:১১, আগস্ট ১৯, ২০১৮

সৃজনে সুন্দরে চট্টগ্রাম


Los Angeles

১৩:৫৪, আগস্ট ১৯, ২০১৮

শেফালী ঘোষ : ১৯৪১-২০০৬


Los Angeles

১৩:৫২, আগস্ট ১৯, ২০১৮

শ্যামসুন্দর বৈষ্ণব : ১৯২৭-২০০০


Los Angeles

১৩:৫০, আগস্ট ১৯, ২০১৮

অচিন্ত্যকুমার চক্রবর্তী : ১৯২৬-১৯৯৪


Los Angeles

১৩:৪৬, আগস্ট ১৯, ২০১৮

মলয় ঘোষ দস্তিদার : ১৯২০-১৯৮২


Los Angeles

১৩:৪৩, আগস্ট ১৯, ২০১৮

এম.এন.আখতার : ১৯৩১-২০১২


image
image