image

আজ, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

সৃজনে সুন্দরে মমত্বে চট্টগ্রাম

কবি আইউব সৈয়দ    |    ১৪:১৪, আগস্ট ১৯, ২০১৮

image

সব শিল্পের মূল কথাই মানুষ, প্রকৃতি ও লোকজীবন। লোক মানুষের জীবন-যাপন, আনন্দ-বেদনাকে ঘিরেই গড়ে উঠে শিল্প, জীবনের বানী। এই জীবন বানী দিয়েই বিচিত্র সুরে হৃদয়ের জাগরণ-অনুরণনে চট্টগ্রামের মানুষের সৃজনী প্রতিভায় সৃষ্টি হয়েছে: হঁল্য, বিচ্ছেদের গান, গুরাফোয়ার গান, হালদা ফাটার গান, সাম্পান মাঝির গান, রেঙ্গুনের গান, জীবন ও সমাজ রসাত্মক গান, মাইজভান্ডারী গান, মোহসেন আউলিয়ার গান, পুঁথিপাঠ এবং ছাদপেটানোর গান সহ ভাব ও জীবন রসের ভান্ডার। পাশাপাশি পার্বত্যভূমির আদিবাসী জনগণ তৈরি করেছে তাদের জীবন ও স্বপ্নের সমান্তরালে নৃত্যে-সঙ্গীতে-উৎসবে এক সংস্কৃতিক প্রচ্ছদ। সমতলের বাঙালি জীবন আর পাহাড়ি আদিবাসী সংস্কৃতি নিয়েই জন্ম নিয়েছে চট্টগ্রামের এক উল্লেখযোগ্য কৃষ্টি, বৈচিত্র্যে ও সাংস্কৃতিক সম্পদে যা অতুলনীয়। সমুদ্র তীরবর্তী চট্টগ্রাম চিরকালই ঝড়-তুফান-জলোচ্ছ্বাস কবলিত অঞ্চল। এখানকার মানুষকে লড়াই করতে হয় প্রকৃতির প্রতিশোধের বিরুদ্ধে দুঃসাহসী বুকে। এখানে তাই ধ্বনিত হয় “ আঁরা চাটগাঁইয়া নওজোয়ান / দইজ্জার কুলত বসত গড়ি / শিনা দি ঠেকাই ঝড় তুফান” এই সাহসী বাণীর সাথে যখন যুক্ত হয় ভাষা আন্দোলনের শহীদদের আত্মদানের স্মরণে মাহবুব-উল-আলম চৌধুরী রচিত একুশের ফেব্রুয়ারীর প্রথম কবিতা “কাদঁতে আসিনি ফাঁসীর দাবী নিয়ে এসেছি”..কিংবা রমেশ শীলের প্রাণ জাগানোর গান “ভাষার জন্য জীবন হারালি বাংগালি/ রমনার মাটি রক্তে ভাসালি/ও বাংগালী ভাইরে”.. তখন স্পষ্ট হয়ে ওঠে চট্টগ্রামের মানুষের ভূমিজ পরিচিতি ও চরিত্রের পাশাপাশি বাঙালি জীবনবোধ ও দেশপ্রেম। ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায় এক অনন্য স্থান দখল করে আছে চট্টগ্রাম। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম, আমাদের ভাষা ও সংস্কৃতি সংগ্রামে, জাতীয় মুক্তি আন্দোলনে, আমাদের মুক্তিযুদ্ধে চট্টগ্রামের মানুষের বীরত্বপূর্ন ভূমিকা আজ ইতিহাসের এক অবিস্মরনীয় অধ্যায়। ইতিহাস চট্টগ্রামকে চিহ্নিত করেছে বিপ্লবতীর্থ হিসাবে। জাতীয় দুর্র্দিনে-সংকটে এবং শান্তিতে চট্টগ্রামের সৃজনশীল মনীষা-সংগ্রামী চিত্ত চিন্তায়-মননে-সৃষ্টিতে-বিজয়ে নির্মাণ করেছে পথিকৃতের গৌরবময় কৃতিত্ব। জীবন ও সমাজের অন্তর্গত  ও ঐতিহাসিক ঘটনা প্রবাহের স্রোতধারায় নদীর মতোই বহমান চট্টগ্রামের সংস্কৃতি। চট্টগ্রাম সবসময় এগিয়েছে তার নিজস্ব ভঙ্গিতে, ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি দর্শনে গড়ে তুলেছে নতুন মাত্রা। আলাওল, আবদুল হাকিম, নবীন চন্দ্র সেন, সূর্যসেন, প্রীতিলতা, কাজেম আলী মাস্টার, আবদুল করিম সাহিত্য বিশারদ, রমেশ শীল, মলয় ঘোষ দস্তিদার, মনিরুজ্জামান ইসলামাবাদী, আবদুল হক চৌধুরী সহ সহস্র মনীষী-শিল্পী, সাহিত্যিক, গীতিকার, রাজনীতিক, বিপ্লবী, ইতিহাসবীদ আর লোক-সংস্কৃতি স্রষ্টাদের কর্মনিষ্ঠ ভালোবাসা দেশপ্রেমে রচিত হয়েছে চট্টগ্রামের ইতিহাস, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। আমরা তাদেরই উত্তরসূরী-বহমান প্রজন্ম। এই বহমান ধারাতে সৃজনে সাহসে সুন্দরে এগিয়ে নিয়ে চট্টগ্রামের স্বতন্ত্র সত্ত্বাকে বিশ্বসভায় আগামীর অপার সম্বাবনার দ্বার উম্মোচন যেমন করেছে তেমনি গড়ে তুলেছে পুর্নজাগরণে সুযোগসহ  নানা বৈচিত্র্যের সমাবেশ।

লেখক : উপদেষ্টা সম্পাদক, সিটিজি সংবাদ.কম



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৩৬, জুন ৩, ২০২১

ঐতিহ্য আর ইতিহাসের অনন্য স্থাপনা বোয়ালখালীর বুড়া মসজিদ


Los Angeles

২২:০২, জানুয়ারী ১৫, ২০২০

ইতিহাস ঐতিহ্যের ছুরুত বিবির মসজিদ ও আলাওলের বংশধরদের সমাধি


Los Angeles

১৪:১৪, আগস্ট ১৯, ২০১৮

সৃজনে সুন্দরে মমত্বে চট্টগ্রাম


Los Angeles

১৪:১১, আগস্ট ১৯, ২০১৮

সৃজনে সুন্দরে চট্টগ্রাম


Los Angeles

১৩:৫৪, আগস্ট ১৯, ২০১৮

শেফালী ঘোষ : ১৯৪১-২০০৬


Los Angeles

১৩:৫২, আগস্ট ১৯, ২০১৮

শ্যামসুন্দর বৈষ্ণব : ১৯২৭-২০০০


Los Angeles

১৩:৫০, আগস্ট ১৯, ২০১৮

অচিন্ত্যকুমার চক্রবর্তী : ১৯২৬-১৯৯৪


Los Angeles

১৩:৪৬, আগস্ট ১৯, ২০১৮

মলয় ঘোষ দস্তিদার : ১৯২০-১৯৮২


Los Angeles

১৩:৪৩, আগস্ট ১৯, ২০১৮

এম.এন.আখতার : ১৯৩১-২০১২


image
image