image

আজ, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

শিক্ষার্থীদের প্রয়োজনে যাত্রা ‘চিটাগাং মাল্টিমিডিয়া স্কুল‘ ইউটিউব চ্যানেল’র

প্রতিবেদক    |    ২২:৫৯, জুন ২৮, ২০২০

image

প্রথম থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের উপর বিশেষজ্ঞ শিক্ষকদের বিষয় ভিত্তিক ক্লাস নির্ভর ইউটিউব চ্যানেল ‘চিটাগাং মাল্টিমিডিয়া স্কুল‘ ইতোমধ্যে প্রায় ২হাজারের মতো ক্লাস যুক্ত করেছে তাদের চ্যানেলে। চ্যানেলটি ইতোমধ্যে চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

এটি চট্টগ্রামের সবচেয়ে বড় অনলাইন ক্লাস ব্যাংক হিসেবেও পরিচিতি অর্জন করছে ধীরে ধীরে। দেশের স্বনামধন্য স্কুলের শিক্ষকদের প্রায় দুই হাজারেরও বেশী ক্লাস রয়েছে যা সারা বাংলাদেশের সবচেয়ে বড় পিনাট ফরম। 

তথ্য প্রযুক্তির সুবিধায় ইউটিউব ভিত্তিক নানা রকম চ্যানেলের পাশাপাশি শিক্ষামূলক এসব চ্যানেলও শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠছে। শিক্ষার্থীদের প্রয়োজনের কথা মাথায় রেখে চট্টগ্র্রামের কয়েকজন শিক্ষা উদ্যোক্তা মিলে ‘চিটাগাং মাল্টিমিডিয়া স্কুল‘ নামে এ চ্যানেলটি শুরু করেন।

এ চ্যানেলের প্রতিটি ক্লাসে থাকেন দেশ সেরা শিক্ষকদের উপস্থিতি। যেহেতু ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো যুক্ত থাকে সেহেতু বিনামূল্যেই প্রত্যেক শিক্ষার্থী এসব ক্লাস দেখার সুযোগ পাচ্ছেন। নিজের প্রয়োজন মতে যখন তখন ক্লাস রিভিউ করার সুযোগ থাকায় শিক্ষার্থীরাও ঝুঁকছে ইউটিউব চ্যানেলের ক্লাসে।

উদ্যোক্তারা জানান, যেহেতেু এ সরকার তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তণ এনেছে সেহেতু শিক্ষা এখন অনেক সহজ লভ্য। যারা বেতন দিয়ে প্রাইভেট টিউটরের দ্বারস্থ হতে পারেন না, তাদের জন্য এ ক্লাস ব্যাংক অনেক সহায়ক হিসেবে পরিগণিত।

শিক্ষার্থীরা ঘরে অযথা সময় না কাটিয়ে যাতে পড়ালেখায় মনোনিবেশ ঘটাতে পারেন সেটিও মাথায় রেখেছেন উদ্যোক্তারা।

এতে প্রতিনিয়ত নতুন নতুন ক্লাস যুক্ত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৮, ফেব্রুয়ারী ১৭, ২০২১

অনেক বিজয়ও পরাজয়ের গ্লানি বহন করে


Los Angeles

০০:৪২, ফেব্রুয়ারী ১৪, ২০২১

ভালোবাসা  প্রতিক্ষণ; কেন ভ্যালেনটাইনস ডে উদযাপন !!!


Los Angeles

১৭:১৮, ডিসেম্বর ২৬, ২০২০

‘কোথাও কেউ নেই‘ নাটকের বদি আর দুনিয়াতেই নেই 


Los Angeles

১৮:০১, ডিসেম্বর ১২, ২০২০

বাঙালীর বিজয়


Los Angeles

১৩:১৮, নভেম্বর ১, ২০২০

মরু দুলালের আগমনী


Los Angeles

১৬:৫৫, অক্টোবর ১৯, ২০২০

ঘুরে আসুন সাজেক, খেয়াল রাখবেন কিছু বিষয়ে


image
image