image

আজ, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাবি চলচ্চিত্র সংসদের প্রদীপ প্রজ্জ্বালন-স্মৃতিচারণ

ডেস্ক    |    ০২:০৪, ডিসেম্বর ১৫, ২০১৮

image

প্রতিবারের মতো এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ থেকে শুরু করে ১৬ ডিসেম্বর পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।
আজ শুক্রবার প্রথম দিনের আয়োজনে ছিল বিকেলে প্রদীপ প্রজ্জ্বালন এবং সন্ধ্যা ৬টা থেকে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের বক্তব্য ও স্মৃতিচারণ। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত জহুরা আরিফ, মুক্তিযোদ্ধা কামরুল আহসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ কাওসার, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে জাহিদ রেজা নূরসহ আরও অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ তার বক্তব্যে বলেন, ‘১৪ ডিসেম্বর যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা প্রতি বছর এই আয়োজন করে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য।’
বেগম রোকেয়া পদকপ্রাপ্ত জহুরা আরিফ তার বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, পাকিস্তানের দালালেরাই শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী কিংবা আনোয়ার পাশার বাসার ঠিকানা পাকিস্তান হানাদার বাহিনীকে বলে দিয়েছে। আমরা যারা এই রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষী আমাদের দায়িত্ব হলো বর্তমান প্রজন্মের মধ্যে দেশপ্রেমের আগুন ছড়িয়ে দেওয়া।’
জাহিদ রেজা নূর বলেন, ‘গত বছর এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত ছিলেন শহীদ সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ। গত ঈদে শাহজাহানপুরে তার গলাকাটা লাশ পাওয়া যায়। আমরা শহীদ পরিবারের সন্তানেরাও চলে যাচ্ছি কেউ স্বাভাবিকভাবে কেউবা অস্বাভাবিকভাবে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের কথা আমরা সকলে জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এইধরনের স্মরণানুষ্ঠান তরুণ প্রজন্মের মধ্যে ত্যাগের এই উপলব্ধি তুলে ধরবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক পিটার জেভিয়ার রোজারিও তার বক্তব্যে বলেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাকাণ্ড এই জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের এই অপরিসীম ত্যাগ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের প্রতি জানাই সমবেদনা।’



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image