image

আজ, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম

ইকবাল কবির, ঢাকা ব্যুরো চীফ    |    ২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

image

এমদাদুল হক ইমদু (ফাইল ছবি)

ভয়ংকর কোন অপরাধীকে গ্রেফতারের আগে পাঠকদের কাছে সেই অপরাধী সম্পর্কে একটি ধারণা দেয়ার জন্যই অপরাধীর কুকর্মের কিছু ফিরিস্তি তুলে ধরছি। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশটি গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সবাইকে নিয়ে দেশ গড়ার কাজে হাত দিলেন, তখনই "আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রে" বিশ্বাসী হয়ে একদল মুক্তিযোদ্ধা জাতীয় সমাজতান্ত্রিক দল সংক্ষেপে যাকে জাসদ বলা হয় গঠন করলেন। প্রশিক্ষিত মুক্তিযোদ্বা আর নতুন প্রজন্মের হাজার হাজার তরুণকে এই বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামক মন্ত্রের ভেলকিবাজিতে ফাঁসিয়ে ছিলো। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে নতুন রাজনৈতিক বৈজ্ঞানিক আদর্শ প্রতিষ্ঠার যুদ্ধে লিপ্ত হয় জাসদ। শেখ মুজিবুর রহমানের সরকারকে অস্থির করে তোলে জাসদ। খোদ ঢাকায় থানা লুট, হামলা, গুপ্ত হত্যা, গুম সব অপরাধে অস্থির শেখ মুজিব সরকার। এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রে তৎকালীন ঢাকা জেলার কালিগন্জে জন্ম নেয় এক ইমদু নামের ভয়ংকর সন্ত্রাসী।

পুরো নাম এমদাদুল হক ইমদু। ঢাকা জেলার কালিগন্জের সাতানী পাড়ায় তার জন্ম। জাসদের রাজনীতি দিয়েই তার যাত্রা শুরু। ইমদু মুলতঃ জাসদের রাজনীতি করেই কালিগন্জে খুনখারাবীতে হাত পাকিয়ে ফেলেন। স্বাধীনতা-উত্তর ক্যাডার পলিটিক্স বা অস্ত্রের রাজনীতিতে শক্তিমত্তার সঙ্গেই আবির্ভূত হয়েছিলো জাসদ।

কালিগন্জ ও ইমদুর সাতানীপাড়ার বাসিন্দারা জানান ১৯৭৪ সালে ইমদু জাসদ নেতা আলী হোসেনের হাত ধরে বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামক মন্ত্রের বীন বাজাতে শুরু করেন। এরপরই এই এলাকা সন্ত্রাসের রাজত্বে পরিণত করেন। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে পুলিশ প্রশাসনও দিশেহারা হয়ে উঠেছিলো। শুধু ইমদুই নয়, জাসদের নেতা আলী হোসেনও কালিগন্জের ভয়ংকর খুনী ছিলেন। দিন দিন আলী হোসেনের সঙ্গে ইমদু দূরত্ব তৈরী হতে থাকে।একই বনে’তো দুই রাজার শাসন চলতে পারেনা। আলী হোসেন ও ইমদুর দ্বন্দ্বে গ্রামের মানুষের দিন কাটতো আতংকের মধ্যে দিয়ে। এরই মাঝে ৭৭ সালে আলী হোসেন তার বাহিনী নিয়ে ইমদুর বাড়িতে হামলা চালায়।ইমদুকে না পেয়ে তার ছোট ভাই এনামুলকে কুপিয়ে খুন করে আলী হোসেন ও তার বাহিনী। ভাইয়ের হত্যার বদলা নিতেই ইমদু মুলতঃ ভয়ংকর হয়ে উঠেন। এরপরই জাসদ করা তার দলের লোকদেরই খুন করা শুরু করেন। জয়দেবপুরের বাবুল, আব্দুল কাদের ভূইয়া, কফিলসহ বেশ কয়েকটি হত্যাকান্ড ঘটিয়ে ইমদু কালিগন্জে তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জানান দেন। কখনো বাড়ি থেকে স্বজনদের সামনে কুপিয়ে, কখনো মায়ের বুক থেকে টেনে এনে প্রকাশ্যে খুন করতেন। ইমদুর এই সন্ত্রাসী কর্মকাণ্ডে তাকে জাসদ থেকে বহিষ্কার করা হয়।

বৈজ্ঞানিক সমাজ তন্ত্রের মন্ত্রের জালে ইমদু খুন-খারাবীর রাজনীতিতে হাত পাকিয়ে তো আর বসে থাকতে পারেন না। তাই ক্ষমতার রাজনীতির স্বাদ নিতে মনস্থির করেন। ওই সময়ে ক্ষমতাসীন দল বিএনপির রাজনীতিতে ঢুকার পথও পেয়ে যান। দেশে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৯ সালে। তখন বৃহত্তর ঢাকার আসন ছিলো ৩২ টি। ঢাকা জেলার মধ্যেই ছিলো বর্তমান, মানিকগন্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ। সংসদীয় আসন ১৭৪(ঢাকা-১ থেকে ঢাকা-৩২) ২০৫ পর্যন্ত ৩২টি সিট ছিলো। ঢাকার কালিগন্জের সিটি ছিলো ঢাকা-২৩ আসন। এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এক সময়ের ইউনিয়ন পরিয়ষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান। নিজ এলাকায় তিনি গেদু মিয়া নামে পরিচিত ছিলেন। কুখ্যাত খুনী ইমদু ছিলো তার নির্বাচনী এলাকার। কিন্তু সংসদ সদস্য হয়েও তিনি ইমদুর ভয়ে ভীত থাকতেন। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের কোন প্রতিবাদ করার সাহস পেতেন না। এমপি তিনি হলেও রাজত্ব ছিলো সন্ত্রাসী ইমদুরই। তখনও ইমদু বিএনপিতে যোগদান করেননি। সংসদ নির্বাচনের পরের বছরই ইমদু বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জার্সি বদল করে জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শের জার্সি গায়ে জড়ান।তখন সালটা ১৯৮০। এরপর বর্তমান গাজীপুর জেলার কালিগন্জের সাতানীপাড়া গ্রামের এমদাদুল হক ইমদুকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার ক্ষমতার উৎস হয়ে উঠেন খোদ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যাক্তিটি। ইমদু হয়ে উঠেন এক ভয়ংকর অপরাধী। এই ভয়ংকর খুনীকে ১৯৮২ সালে মন্ত্রীর বাড়ি থেকে গ্রেফতার করেছিলেন আকরাম হোসাইন।

পরের পর্বে থাকছে আরও.......


এসি আকরামের জবানবন্দিঃ গালকাটা কামালের দেখানো পুকুর থেকে তিনটি কাটা মস্তক উদ্ধার

এসি আকরামের জবানবন্দিঃ দুর্ধর্ষ খুনি গালকাটা কামাল গ্রেফতারের শ্বাসরুদ্ধকর কাহিনি

এসি আকরামের জবানবন্দিঃ পুরান ঢাকার এক মূর্তিমান আতংকের নাম গালকাটা কামাল

এসি আকরামের জবানবন্দিঃ আইজিপির অধীনস্থ কর্মকর্তা হলেও মূলত আমরা পাবলিক সার্ভেন্ট

এসি আকরামের জবানবন্দিঃ রুবেল খুনের অভিযোগে জেলে যাওয়ার পেছনের ঘটনা

এসি আকরামের জবানবন্দিঃ ছুটিতে থেকেও রুবেল হত্যার আসামি হয়েছিলাম

এসি আকরামের জবানবন্দিঃ ফ্রীজ কিনেই কারাবন্দী হলেন সুইডেন আসলাম

এসি আকরামের জবানবন্দিঃ গ্রেনেড হামলায় পন্ড করা হয়েছিলো বঙ্গবন্ধুর খুনির জনসভা

এসি আকরামের জবানবন্দিঃ ঢাকার অপরাধ জগতের ত্রিরত্নের কথা

এসি আকরামের জবানবন্দিঃ ডাকাত মকিম গাজী আমাদের বোকা বানিয়ে পালাতে চেয়েছিলো

এসি আকরামের জবানবন্দিঃ মুক্তিযোদ্ধা বাচ্চুকে খুন করতেই ফ্লাট ভাড়া করা হয়

এসি আকরামের জবানবন্দিঃ প্রেমিকাকে নিয়ে ছবি তুলতে এসে আটক হলেন বুদ্দু

এসি আকরামের জবানবন্দিঃ নারী পুলিশকে গর্ভবতী সাজিয়ে নার্স মিনতিকে আটকে উন্মোচিত হয় মনির-খুকু উপাখ্যানের রহস্য

এসি আকরামের জবানবন্দিঃ জেনারেল নুর উদ্দীন বললেন, আপনি দেশকে আলোকিত করছেন, আপনার গ্রাম অন্ধকারে থাকবে কেন !

এসি আকরামের জবানবন্দিঃ বাড়ির ক্রেতা সেজে বাচ্চু ডাকাতকে আটক

এসি আকরামের জবানবন্দিঃ দেশের প্রথম হেরোইনের চালান আটক

এসি আকরামের জবানবন্দিঃ ১৯ ঘন্টার অভিযানে আমেরিকান রাষ্ট্রদূতের মালামাল উদ্ধার

এসি আকরামের জবানবন্দি : উদ্ধার হলো জিল্লুর রহমানের মেয়ের জামাতার ল্যাপটপ

এসি আকরাম হোসাইনের জবানবন্দিঃ একটানা ১৭দিনের অভিযানে পুরান ঢাকার শিশু রাজু উদ্ধার 

এসি আকরামের জবানবন্দিঃ ৯৬ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে টাকাসহ ব্যাংক ডাকাত গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশের এক মুকুটহীন সম্রাটের নাম এসি আকরাম

চোখ রাখুন সিটিজি সংবাদ ডট কম এক্সক্লুসিভেঃ এসি আকরামের জবানবন্দি


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২২:৪১, সেপ্টেম্বর ১৩, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ কয়েক ঘন্টার মধ্যেই তাপস খুনের আসামী গ্রেপ্তার


Los Angeles

১৭:৩৬, সেপ্টেম্বর ১২, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু গ্রেপ্তারে বেরিয়ে আসলো অপরাধ জগতের লোমহর্ষক ঘটনা


Los Angeles

২০:২৯, সেপ্টেম্বর ১০, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ শেষ সময়ে ভয়ংকর ইমদু অসহায় হয়ে পড়েছিলেন


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

১৮:৩৭, সেপ্টেম্বর ৫, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ পুরান ঢাকার এক মূর্তিমান আতংকের নাম গালকাটা কামাল


image
image