image

আজ, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

মিরসরাইয়ে সাইনিং স্কুল এন্ড কলেজে বাৎসরিক সাংস্কৃতিক উৎসব

মিরসরা্ই সংবাদদাতা    |    ২০:৫১, নভেম্বর ২৭, ২০১৯

image

মিরসরাইয়ের একমাত্র ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সাইনিং স্কুল এন্ড কলেজের এ্যানুয়েল কালচারাল ফেস্টিভ্যাল বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ আলিম উদ্দিনের সভাপতিত্বে ও স্টার লাইন স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আশরাফ হক ভূঁইয়া, সাইনিং স্কুলের শিক্ষক সোহরাব হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল ইমাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার কাস্টমস এন্ড ভ্যাট সহকারি কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন, চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর সাবেক সভাপতি আলী আহছান, বারইয়ারহাট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেনে তত্বাবধানে দলীয় সঙ্গীত, নাটক, কৌতুক, বক্তৃতাসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শ্রেষ্ঠত্ব অর্জনের ভিত গড়ে দেই আমরা’ শ্লোগানে প্রতিষ্ঠিত সাইনিং স্কুল এন্ড কলেজ এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি মাধ্যমের পাঠদানের ব্যবস্থা করে শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরি করছে শিক্ষা প্রতিষ্ঠানটি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image