image

আজ, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

মজিবর স্মৃতি ফুটবলে বছিলা স্পোর্টিং চ্যাম্পিয়ন

ঢাকা ব্যুরো    |    ১৯:০২, জানুয়ারী ১, ২০২০

image

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার মোহাম্মদপুর বছিলা ব্রীজের ওপারে ঘাটারচর মাঠে ঢাকার সোনালী অতীত ক্লাব ও ঘাটারচর ক্রীড়াচক্র যৌথভাবে আয়োজিত শহীদ বিজিবি সদস্য মজিবর স্মৃতি ৪র্থ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বছিলা স্পোর্টিং ক্লাব   গোলে ৪-২ গোলে দেওয়ানবাড়ী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বছিলার পক্ষে নাইজেরিয়ার ফুটবলার দুদু ২টি, ইভান্স ও মোহাম্মদ ১টি করে গোল করেন।

মঙ্গলবার রাতে ফ্লাডলাইটে ঘাটারচর মাঠে অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধে বছিলা ২-০ গোলে এগিয়ে ছিলো। নাইজেরিয়ার তিন ফুটবলারের নৈপুণ্যে সহজেই বছিলা জয় ছিনিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই দেওয়ানবাড়ির ইফতি গোল করে গোলের ব্যবধান কমিয়ে আনলেও বছিলার নাইজেরিয়ান ইভান্স গোল করে দলের শিরোপা জয় নিশ্চিত করেন।

খেলার শেষ হওয়ার চার মিনিট পূর্বে দেওয়ানবাড়ির মুরাদের গোল ব্যবধান ৪-২ এ কমিয়ে আনেন।

খেলা শেষে সোনালী অতীত ক্লাবের সভাপতি প্রাক্তন তারকা ফুটবলার হাসানুজ্জামান বাবলু পুরষ্কার বিতরণ করেন।

ফাইনাল খেলায় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সফিকুর রহমান জামাল, প্রাক্তন ফুটবলার রহমতগন্জের সুলতান, শেখ মোঃ আসলাম, সাব্বিরসহ দেশসেরা সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন।

রাতে ফ্লাডলাইটের ফাইনাল খেলা দেখতে পুরুষ দর্শকের পাশাপাশি বহু নারী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। নারীদের জন্য আলাদা বসার ব্যবস্হা ছিলো। দেওয়ান বাড়ির সোহেল টুর্নামেন্টে ৭টি গোল করে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা  হন।

চ্যাম্পিয়ন দলকে একটি ট্রফিসহ নগত ৫০হাজার ও রানারআপ দলকে ট্রফিসহ ৩০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়।

১৬ডিসেম্বর বিজয় দিবসের দিন হতে শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে বিভিন্ন জেলারসহ ৩২টি দল অংশ নেয়।

এর পূর্বে স্হানীয় ঘাটারচর একাদশ ও বাংলাদেশের সাবেক তারকা ফুটবলারদের ক্লাব সোনালী অতীত ক্লাবের মধ্যে একটি প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয়।

এতে সোনালী অতীত ক্লাব ২-০ গোলে স্বাগতিক ঘাটারচর ক্রীড়া চক্রকে পরাজিত করে। সোনালী অতীতের পক্ষে আলফাজ ও আরমান একটি করে গোল করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:২৪, সেপ্টেম্বর ২৩, ২০২১

দুইজন শিক্ষক দিয়ে চলছে ২৫৭ জন শিক্ষার্থীর পাঠদান


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

১৫:৫৩, মে ২৯, ২০২১

মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই : এমপি মোছলেম


Los Angeles

২৩:৫৩, মে ২৭, ২০২১

চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট শুরু


Los Angeles

১১:১৯, মে ২২, ২০২১

বোয়ালখালীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা


image
image