image

আজ, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

রাউজানে পশুরহাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে আছে পুলিশ

রাউজান প্রতিনিধি    |    ১৫:১৫, জুলাই ১৯, ২০২১

image

রাউজানে জমে উঠছে কুরবানির পশুরহাট। লকডাউন শিথিল ঘোষণার পর থেকেই বিভিন্নস্থানে পশুরহাট বসতে শুরু করেছে। ক্রেতা-বিক্রেতার সমাগমে মূখরিত হচ্ছে পশুরহাট। নিজের চাহিদা মত কুরবানির পশুটি ক্রয় করতে কুরবানিদাতারা পশুরহাটে আসছেন।

এদিকে পশুরহাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে রয়েছে পুলিশ। ক্রেতা-বিক্রেতা সকলকে মাস্ক পরতে বাধ্য করছেন। পশুরহাটে প্রবেশের পথে হ্যান্ড স্যানিটাইজার, সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করছেন। পুলিশ কর্মকর্তাদের মাইকিং করতে দেখা গেছে। এতে বলা হচ্ছে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। পশু ক্রয়ের টাকা-পয়সা নিজ হেফাযতে রাখুন। 

উপজেলার কয়েকটি পশুরহাট ঘোরে দেখা যায়, প্রতিটি পশুরহাটে একটি করে পুলিশবক্স রয়েছে। সেখানে কয়েকজন পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। ত্রেতা বিক্রেতার কোন ধরনের সমস্যা হচ্ছে কি-না নজরে রাখছেন। পুলিশ বক্সে জাল নোট শনাক্ত করণের মেশিন বসানো হয়েছে। কোন পশু বিক্রেতার টাকা নিয়ে সন্দেহ হলে পুলিশ বক্সে এসে জাল নোট শনাক্ত করণ মেশিনে পরীক্ষা করছেন।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, পশুরহাটে ক্রেতা বিক্রেতা কোন ধরণের সমস্যার সম্মূখিন না হতে আমরা মনিটিং করছি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করছি।  রাউজানের উত্তর-দক্ষিণ অংশে প্রতিটি পশুরহাটে পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এছাড়া বাজারে দালাল বা টাকা ছিনতাইকারীর আনাঘোনা থাকলে তা জানার জন্যে বিশেষ যন্ত্র ব্যবহার করা হচ্ছে। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image