image

আজ, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

চট্টগ্রামে আরও ৯৯ মিলে মোট শনাক্ত ৪১৬৭

প্রতিবেদক    |    ০২:০২, জুন ৯, ২০২০

image

চট্টগ্রামে ৫৭৮ জনের নমুনা পরীক্ষা করে আরও ৯৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। 

তথ্যমতে, এর মধ্যে ৬৫ জন নগরের ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানও আছেন।

সোমবার (৮ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩২ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জন নগরের ও ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে সোমবার ১২৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে নগরের ১৭ জনের করোনা পাওয়া গেছে।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে সোমবার ১৯৬ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম নগরের ৩১ জনের ও বিভিন্ন উপজেলার ২ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সোমবার চট্টগ্রামের ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে সাতকানিয়ার ৪ জন, লোহাগাড়ার ৯ জন, বাঁশখালীর ৩ জন, পটিয়ার ১ জন, বোয়ালখালীর ৭ জন, রাঙ্গুনিয়ার ১ জন, হাটহাজারীর ৪ জন ও সীতাকুণ্ডের ৫ জনের করোনা মিলেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত ৪ হাজার ১৬৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৯৯ জন। সুস্থ হয়েছেন ২৭৩ জন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image