শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ২৩:৩৭, মে ২০, ২০২২
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সদ্যপ্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, লায়ন্সদের মতো প্রধানমন্ত্রীর মানবিক গুণাবলী আজ বিশ^ময় সমাদৃত। দেশ শাসনে কঠোর ও কোমলতার যে অনন্য নজির তিনি স্থাপন করেছেন তা অন্য নেতাদের জন্য অনুকরণীয়। লায়ন্সরা যেমন আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দূর্যোগ দূর্বিপাকে মানবিকতা ও সম্প্রীতির বিরল উদাহরণ সৃষ্টি করেছেন।
শুক্রবার (২০ মে) বিকেলে চট্টগ্রামের নেভী কনভেনশন হল মিলনায়তনে লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের দুদিনব্যাপী বার্ষিক কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সম্প্রীতির অনন্য উদাহরণ দেখা যায় লায়ন্স ক্লাবে। এখানে প্রতিবছর নেতা পরিবর্তন হয়, কিন্তু কারও মাঝে কোনো হিংসা-বিদ্বেষ নেই। ভালোবাসায়, শ্রদ্ধায় সবাই মিলে একজনকে একবছরের জন্য নেতা নির্বাচন করেন, অন্যরা সবাই তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সারাবছর মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখেন।
জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেকেন্ড সেঞ্চুরি অ্যাম্বাসেডর লায়ন নাজমুল হক, ভাইস এরিয়া লিডার লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ। সম্মানিত অতিথি ছিলেন, সদ্যপ্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, লায়ন্স জেলার গভর্নর (ইলেক্ট) লায়ন শেখ সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী, প্রথম ভাইস গভর্নর (ইলেক্ট) লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন এসএম আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর চৌধুরী, কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন অশেষ কুমার উকিল, সেক্রেটারি লায়ন ইমতিয়াজ ইসলাম, ট্রেজারার লায়ন নিশাত ইমরান।
প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন শফিউর রহমান, লায়ন রূপম কিশোর বড়–য়া, লায়ন নাজমুল হক, লায়ন শামসুল হক, লায়ন রফিক আহমেদ, লায়ন আনোয়ার শওকত আফসার, লায়ন কবীর উদ্দিন ভুঁইয়া, লায়ন নুরুল ইসলাম, লায়ন এস.এম. শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন মঞ্জুরুল আলম মঞ্জু, লায়ন নাসিরুদ্দন চৌধুরী, লায়ন কামরুন মালেক প্রমুখ।
Developed By Muktodhara Technology Limited