image

আজ, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ ইং

শিক্ষার্থীর প্রথম আদর্শ শিক্ষক : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক    |    ২০:০৯, অক্টোবর ৫, ২০২১

image

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, শিক্ষক হচ্ছেন সমাজের আদর্শ মানুষের প্রতিকৃতি। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদন্ড আর শিক্ষককে বলা হয় শিক্ষার মেরুদন্ড। শিক্ষকরাই জাতির সংকট উত্তোরণে সর্বাগ্রে ভূমিকা পালন করতে পারেন। তাই বলা হয় শিক্ষকদের জ্ঞানের আলোয় জন্ম নেয় আগামীর ভবিষ্যৎ। তিনি বলেন, শিক্ষকই শিক্ষার্থীর প্রকৃত অভিভাবক।

মেয়র আজ দুপুরে কর্পোরেশনের টাইগারপাসস্থ অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ^ শিক্ষক দিবসের এবারের প্রতিপাদ্য হলো ‘‘শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্র বিন্দুতে শিক্ষক’’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সচিব খালেদ মাহমুদ। শিক্ষক কঙ্কন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, কৃষ্ণ কুমারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসাইন, শিক্ষক আবুল কাশেম, চসিক কলেজ শিক্ষক সমিতির সভাপতি জিন্নাত পারভীন মাহী, শেখ ওমর ফারুক, আমিনুল হক খান, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার দাশ প্রমুখ।

মেয়র বলেন, আদিকাল থেকে মানুষ শিক্ষা নিচ্ছে। আবার প্রকৃতি থেকেও মানুষ শিক্ষা গ্রহন করছে। তবে সমাজ সভ্যতার ক্রমবিকাশের কারনে মানুষ প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহন করছে। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহনের মাধ্যমেই সভ্য, আধুনিক, বিবেকবান ও মানবিক মানুষরূপে নিজেকে গড়ে তুলছে। এর পেছনে মুখ্য ভূমিকা পালন করছে শিক্ষক সমাজ। তবে সমাজে ব্যতিক্রমী কিছু চিত্রও দেখা যায়, যারা শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করছে। এই কারনে এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয়টি আজকের সময়ের পরিপ্রেক্ষিতে যথেষ্ঠ গুরুত্বের দাবি রাখে।image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image