image

আজ, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ইং

সিআরবি রক্ষা মঞ্চের মানববন্ধন : রোববার লালকার্ড প্রদর্শনী, সোমবার সাইকেল র‌্যালী

নিজস্ব প্রতিবেদক    |    ২০:৫১, আগস্ট ৭, ২০২১

image

চট্টগ্রামের শান্ত সিআরবিতে হাসপাতাল নির্মাণ করে অশান্ত করে তোলার ঘৃণ্য প্রচেষ্টাকে চট্টগ্রামের মানুষ প্রত্যাখান করেছে। স্বার্থান্বেষী মহল ছাড়া দলমত নির্বিশেষে এককাতারে শামিল হয়েছে, সিআরবিতে বেনিয়াদের হাসপাতাল হতে দেয়া যাবেনা।যেকোন মূল্যে এ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে প্রতিহত করা হবে বলে দাবী করেছেন আজ সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর রহমান।

শনিবার (৭ আগস্ট) বিকাল ৫টায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বক্তারা বলেন, প্রাইভেট হাসপাতাল মানুষের কোন উপকারে আসবেনা। তারা হাসপাতাল করে মানুষের সেবা করতে চাইলে যেকোন স্থানেই তা করতে পারে। সিআরবিকে বেছে নিতে হবে কেন ? আর যারা এটার পিছনে মদদ যোগাচ্ছে তারা কখনোই চট্টগ্রাম প্রেমী হতে পারেনা। তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করার হুমকিও দেয়া হয় মানবন্ধন থেকে।  

কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মঞ্চের সহসমন্বয়ক গণমুক্তি ইউনিয়নের সভাপতি  রাজা মিঞা, স্বপন মজুমদার, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারুফ রুমী, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সমন্বয়ক অপুদাশগুপ্ত, বাসদ নেতা মহিনউদ্দিন, বাসদ(মার্কসবাদী) সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ, উদ্বিগ্ন নাগরিকবৃন্দের পক্ষে সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, প্যান্টোমাইম মুভমেন্টের সভাপতি রিজোয়ান রাজন,  বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, সিআরবি এলাকাবাসীর পক্ষে শান্তনু দাশ, চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সহসভাপতি বশির আহমদ চৌধুরী, নাট্যধার দলপতি মাশরুজ্জামান মুকুট, শিক্ষক সালমা জাহান মিলি, সমাজকর্মী নাগরিস চৌধুরী, প্রাণ প্রকৃতি রক্ষা মঞ্চের পক্ষে ফরহাদ জামান জনি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সাংগঠনিক সম্পাদক অরুনা সরকার, এসকেএসপির পরিচালক ইসতিহাদ হোসেন, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। সমাবেশ পরিচালনা করেন নিপীড়ন বিরোধী আইনজীবি মঞ্চের যুগ্মআহবায়ক এড বিশুময় দেব।

অবস্থান কর্মসূচীতে চবি সমাজবিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন ও সিআরবি রক্ষা আন্দোলনের নেতা ডঃ গাজী সালেহউদ্দিনের মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে  এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমাবেশ থেকে ৮ আগস্ট রবিবার বিকাল ৪ টায় ইউনাইটেডকে লাল কার্ড প্রদর্শনী কর্মসূচী ও ৯ আগস্ট বিকাল ৪ টায় সাইকেল র‌্যালী সফল করার আহবান জানানো হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image