image

আজ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সর্বাপেক্ষা কম রক্তপাতের মাধ্যমে যিনি চুড়ান্ত লক্ষ্য অর্জন করিতে পারেন, তিনিই সেরা সিপাহশালার:বঙ্গবন্ধু

মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান    |    ০০:২৫, মার্চ ২৪, ২০২১

image

২৩শে মার্চ ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাব গ্রহণের স্মারক দিবস। লাহোর প্রস্তাব ভারত-পাকিস্তান বিভক্তির একটি ঐতিহাসিক দলিল। কিন্তু ১৯৭১ সালের ২৩শে মার্চ বাঙালী জাতির কাছে অন্য পটভ‚মি নিয়ে হাজির হয়। বাংলাদেশে সেদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। বঙ্গবন্ধু সে অভিবাদন গ্রহন করেন। দু’একটি সংরক্ষিত স্থান ব্যতিরেকে বাংলাদেশে সেদিন নতুন জাতীয় পতাকা উত্তেলিত হয়। আর বঙ্গবন্ধু স্বীয় বাসভবনের সামনে জনসভায় ঘোষণা করেন আগামী দিনের কর্মপন্থা নির্ধারণের ভার তাঁর উপর ছাড়িয়া দিতে। তিনি বলেন, সর্বাপেক্ষা কম রক্তপাতের মাধ্যমে যিনি চুড়ান্ত লক্ষ্য অর্জন করিতে পারেন, তিনিই সেরা সিপাহশালার। এর মাধ্যমে তিনি আন্দোলনের একটি অর্থপূর্ণ ইঙ্গিত দেন। ওইদিন ভ‚ট্টোকে এক হাত নেন পাকিস্তানী নেতারা। 

আমরা শুনেছি ঐ, মাভৈঃ মাভৈঃ মাভৈঃ
’৭১ এর তেইশে মার্চের সুর

বিক্ষুব্ধ বাংলার বুকে অহিংস-অসহযোগ আন্দোলনের উত্তাল তরঙ্গের আঘাতে আঘাতে ঐতিহাসিক লাহোর প্রস্তাব গ্রহণের স্মারক দিবস ২৩শে মার্চ গতকাল চিরাচরিত আনুষ্ঠানিকতায় আর পালিত হয় নাই। বাংলার মুক্তি ও স্বাধিকার আন্দোলনের রক্তঝরা পটভ‚মিকায় ‘স্বাধীন বাংলা দেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ ও ‘স্বাধীন বাংলা দেশ কেন্দ্রীয় শ্রমিক সংগ্রাম পরিষদ’ এর ডাকে গতকালের দিনটি বাংলা দেশব্যাপী ‘প্রতিরোধ দিবস’ হিসাবে পালিত হইয়াছে। বাংলা দেশের রাজধানী ঢাকায় সরকারী বেসরকারী ভবনসমূহে, বাড়ী-ঘরে, যানবাহনে কালোপতাকার পাশাপাশি গতকাল সংগ্রাম পরিষদ পরিকল্পিত স্বাধীন বাংলার পতাকা উড্ডীন করা হইয়াছে। ঢাকা শহরে সামরিক কড়া বেষ্টনীর ছত্রচ্ছায়ায় বিমান বন্দর ভবনটিতে পাকিস্তানের পতাকা উড়িতে দেখা যায়। সংরক্ষিত এলাকা প্রেসিডেন্টভবন লাটভবনে পাকিস্তানের পতাকা ছিল। এছাড়া রাজধানীর সকল সরকারী ভবন, সুপ্রীমকোর্ট, হাইকোর্ট, সেক্রেটারীয়েট, শেখ সাহেবের বাসভবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা বেতারকেন্দ্র, টেলিভিশন কেন্দ্র প্রভৃুত স্থানে কালোপতাকার পাশাপাশি ‘স্বাধীন বাংলার’ পতাকা উড্ডীন করা হয়। গতকাল প্রতিরোধ দিবস পালন উপলক্ষ্যে রাজধানী ঢাকার গণ-জীবনে গণ-আন্দোলনের সাগরে ভরাকাটালের জোয়ার দেখা যায়। ছাত্র সংগ্রাম পরিষদের ব্যবস্থাপনায় আউটার স্টেডিয়ামে স্বাধীনতা আন্দোলনের অগ্রসৈনিক ছাত্রছাত্রীরা যে বীরোচিত কুচকাওয়াজ পরিবেশন করেন, স্বাধিকার পিপাসু হাজার হাজার নরনারী আনন্দ উচ্ছল কিন্তু বজ্রকঠোর শপথের দ্যুতিতে দীপ্ত এক অপূর্ব পরিবেশ তাহা অবলোকন করেন।-----

কর্মপন্থা নির্ধারণের ভার আমার উপর ছাড়িয়া দিন -শেখ মুজিব
বিক্ষুব্ধ বাংলার দশদিগন্তে সর্বাত্মক মুক্তি আন্দোলনের পটভ‚মিতে নয়া-আঙ্গিকে আবির্ভূত তেইশে মার্চের অবিস্মরণীয় দিনে বন্যার স্রোতের মত স্বীয় বাসভবনে সমাগত জনতার উদ্দেশে ভাষণ দানকালে স্বাধিকার আন্দোলনের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুনরায় বলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, যতদিন সাড়ে সাত কোটি বাঙালীর সার্বিক মুক্তি অর্জিত না হইবে, যতদিন একজন বাঙালী বাঁচিয়া থাকিবে, এই সংগ্রাম আমাদের চলিবেই চলিবে। মনে রাখিবেন, সর্বাপেক্ষা কম রক্তপাতের মাধ্যমে যিনি চুড়ান্ত লক্ষ্য অর্জন করিতে পারেন, তিনিই সেরা সিপাহশালার। তাই বাংলার জনগণের প্রতি আমার নির্দেশ- সংগ্রাম চালাইয়া যান, সংগ্রামের কর্মপন্থা নির্ধারণের ভার আমার উপরই ছাড়িয়া দিন।’
শেখ সাহেব আরও বলেন, বাংলার দাবীর প্রশ্নে কোন আপোষ নাই। বহু রক্ত দিয়াছি, প্রয়োজনবোধে আরও রক্ত দিব, কিন্তু মুক্তির লক্ষ্যে আমরা পৌছিবই। বাংলার মানুষকে আর পরাধীন করিয়া রাখা যাইবে না।-----

মিঃ ভূট্টো ও তাঁর দোসররা জানিয়া রাখুন-
জমিয়তে উলামায়ে ইসলামের জেনারেল সেক্রেটারী মওলানা মুফতী মাহমুদ, পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিও প্রেসিডেন্ট খান আবদুল ওয়ালী খান এবং বেলুচিস্তান ন্যাপের প্রেসিডেন্ট গউস বখস বেজেঞ্জো গতকাল ঢাকায় প্রদত্ত এক যুক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন : পিপল্স পার্টির চেয়ারম্যান উল্লেখ করিয়াছেন যে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলগুলি এবং সামরিক সরকারের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান অবচলাবস্থার নিরসন করা যাইতে পারে। তিনি তাঁহার মতবাদ পুনরোল্লেখ করিয়া আরও বলিয়াছেন যে, বর্তমানে দেশে ক্ষমতার তিনটি উৎসই শুধু বিদ্যমান। এইগুলি হইতেছে আওয়ামী লীগ, পাকিস্তান পিপল্স পার্টি এবং সামরিক বাহিনী। তাঁহার এই মতবাদ সম্পূর্ণ ভুল ধারণাভিত্তিক অথবা দেশের সামনে যে সব সমস্যা রহিয়াছে সেগুলি সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করাই ইহার উদ্দেশ্য। আসল পরিস্থিতি এই যে, প্রেসিডেন্ট ইয়াহিয়ার পরিকল্পনা অনুযায়ী পশ্চিম পাকিস্তানে এক ইউনিটের অবসানের পর এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে গঠিত একটি সার্বভৌম পরিষদসহ ৫টি প্রদেশ লইয়া একটি ফেডারেল রাষ্ট্র কায়েমের কথা ছিল। কিন্তু দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের পর জনসাধারণ যখন তাহাদের নির্বাচিত প্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করিতেছিল, তখন হইতেই সেই সর্বসম্মত পরিকল্পনাটি বানচাল করিয়া দেওয়ার জন্য ভন্ডামীপূর্ণ প্রচেষ্টা শুরু হয়। জাতীয় পরিষদ কর্তৃক একটি জাতীয় সরকার গঠনের পরিবর্তে সংখ্যাগরিষ্ঠের শাসনকে নির্বাচিত স্বৈরতন্ত্র আখ্যা দিয়া এবং রাষ্ট্রীয় ক্ষমতা দেশের দুই অংশে দ্বিধাবিভক্ত করার স্কিমের মাধ্যমে জাতীয় পরিষদকে এড়াইয়া যাওয়ার চেষ্টা করা হইতেছে। এক ইউনিটের সেই মরা ঘোড়াকে পুনরুজ্জীবিত করাই ইহার উদ্দেশ্য।---

শেখ মুজিবের সাথে পশ্চিম পাকিস্তানী নেতাদের বৈঠক
গতকাল বিকালে ৬ জন পশ্চিম পাকিস্তানী নেতা আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের সঙ্গে শেষোক্তের ধানমন্ডীস্থ বাসভবনে এক বৈঠকে মিলিত হন। বৈঠক ৯০ মিনিটকাল স্থায়ী হয়। পশ্চিম পাকিস্তানী নেতৃবর্গ হইতেছেন : কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ মোহাম্মদ খান দওলতানা, ওয়ালি ন্যাপ প্রধান খান আবদুল ওয়ালি খান, জমিয়তে উলামায়ে পাকিস্তানের পার্লামেন্টারী পার্টিও প্রধান মওলানা শাহ্ আহ্মদ নুরানী, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মওলানা মুফতী মাহমুদ, পাঞ্জাব কাউন্সিল মুসলিম লীগের সভাপতি সরদার শওকত হায়াত খান এবং বেলুচিস্তান ন্যাপের সভাপতি জনাব গইস বক্স বেজেঞ্জো।----- 

উপদেষ্টা পর্যায়ের বৈঠক
আওয়ামী লীগের তিন জন নেতা গতকাল ঢাকার প্রেসিডেন্টভবনে প্রেসিডেন্টের উপদেষ্টাদের সঙ্গে দুই দফা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, জনাব তাজুদ্দিন আহমদ, ও ড. কামাল হোসেন এবং প্রেসিডেন্টের উপদেষ্টা বিচারপতি মিঃ এ. আর. কর্নেলিয়াস, লেঃ জেনারেল পীরজাদা, জনাব এস. এম. আহমদ ও কর্নেল হাসান যোগদান করেন। 

কত ‘অটোনমি’ আপনাদের চাই!
পাকিস্তান মুসলীম লীগ সভাপতি খান আবদুল কাইয়ুম খান আজ রাওয়ালপিন্ডিতে বলেন যে, এক্ষণে পূর্ব পাকিস্তানী জনসাধারণকেই বলিতে হইবে দেশকে এক রাখিয়া কতখানি ‘অটোনমি’ তাঁরা চান।
কাইয়ুম খান ঢাকার পথে করাচী যাত্রার প্রাক্কালে ইসলামাবাদ বিমান বন্দরে সাংবাদিকদেও সহিত আলোচনা করিতেছিলেন। তিনি আরও বলেন যে, পূর্ব পাকিস্তানের জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করিয়াছে যে, তাঁহারা ‘সর্বাধিক অটোনমিই’ প্রত্যাশা করেন। তবে ব্যক্তিগতভাবে অভিমত প্রকাশ করিতে যাইয়া তিনি বলেন, এক্ষণে পূর্ব পাকিস্তানের জনগণকেই বলিতে হইবে তাঁহারা কতখানি স্বায়ত্তশাসন চান এবং আমাদের সহিতই বা তাঁহারা সম্পর্ক বজায় রাখিতে চান।

পল্টনের জনসভায় একমনাদের প্রতি মশিহুর রহমান
ভাসানীপন্থী ন্যাপের জেনারেল সেক্রেটারী জনাব মশিহুর রহমান গতকাল বলেন যে, জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছুতেই বাঙালীদের স্বার্থ ক্ষুন্ন করিতে কিংবা বিশ্বাসঘাতকতা করিতে পারেন না।
ঢাকার পল্টন ময়দানে ন্যাপের ‘স্বাধীন পূর্ববঙ্গ দিবস’ উপলক্ষ্যে আহুত এক জনসভায় সভাপতির ভাষণে তিনি বলেন যে, ‘দেশ ইতিমধ্যেই স্বাধীন হইয়াছে’ এবং যে কোন মূল্যে জনসাধারণকে এই স্বাধীনতা রক্ষা করিতে হইবে। জনসাধারণ এখন দুইটি সূত্র হইতে নির্দেশ লাভ করিতেছে- সামরিক আইনের নির্দেশ এবং আওয়ামী লীগের নির্দেশ। জনসাধারণ কিন্তু আওয়ামী লীগের নির্দেশই মানিয়া চলিতেছে। বর্তমানে ন্যাপের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও পরিস্কার অর্থাৎ তাহারা বাংলা দেশের স্বাধীনতা বিশ্বাস করে।
জনাব মশিহুর রহমান বাঙালীদের মুক্তির জন্য সকল বামপন্থী দলগুলির প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গণ-আন্দোলনকে সফল করিয়া তোলার জন্য এই ঐক্য গঠনের ব্যাপারে তাঁহাদের দল অন্যান্য বামপন্থী দলের সহিত “অর্থবহ সংলাপ’ শুরু করিতে প্রস্তুত রহিয়াছে। বামপন্থী দলগুলির অতীতের মতবিরোধ এক্ষণে ভুলিয়া যাওয়া উচিত।---। 

লেখকঃ মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, পরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।


৭ কোটি মানুষ যখন ঐক্যবদ্ধ হইয়াছে তখন দাবী আদায় করিয়া ছাড়িব : বঙ্গবন্ধু

বুলেট-বেয়নেট দ্বারা কখনও সাড়ে ৭ কোটি বাঙালীর দাবীকে স্তদ্ধ করা যাইবে না : বঙ্গবন্ধু

বঙ্গবন্ধুর অহিংস-অসহযোগ আন্দোলন ও তার ব্যাপকতা

আলোচনায় ‘কিছুটা অগ্রগতি হইয়াছে, এই মুহুর্তে ইহার চাইতে বেশি কিছু আমার বলিবার নাই, সময় আসিলে আমি অবশ্যই বিস্তারিত বলিব’

বিদেশী বন্ধুরা, দেখুন! আমার দেশের মানুষ আজ প্রতিজ্ঞায় কি অটল, সংগ্রাম আর ত্যাগের মন্ত্রে কত উজ্জীবিত; কার সাধ্য ইহাদের রোখে?

বঙ্গবন্ধু-ইয়াহিয়া দুদিনের আলোচনায় কোন ফল আসে নি, বঙ্গবন্ধুর জবাব আলোচনা চলবে

৫২তম জন্মদিনে আপনার সব চাইতে বড় ও পবিত্র কামনা কি? বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জবাব, ‘জনগণের সার্বিক মুক্তি

বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের অসহযোগ আন্দোলনের ৩৫ দফা নির্দেশ জারি

শেখ মুজিবের উপর ভরসা রাখুন, অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করুন

দোষ করিল লাহোর আর বুলেট বর্ষিত হইল ঢাকায়

১৯৭১ সালের ১২ মার্চ : কুর্মিটোলা মার্শাল ল’ অফিস ছাড়া কোথাও পাকিস্তানী পতাকা ওড়ে নাই

বিদেশী সাংবাদিকদের প্রতি শেখ মুজিবের আহবান

পূর্বাঞ্চলে যে ‘ভয়াবহ অবস্থা’ চলিতেছে, পশ্চিম পাকিস্তানের লোকেরা তাহা জানে না

বঙ্গবন্ধু শেখ মুজিবের শর্ত মানিয়া লও

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম : বঙ্গবন্ধু

ঢাকার রাজপথে স্বাধিকারকামী জনতার দৃপ্ত পদচারণা কন্ঠে কন্ঠে ক্ষুব্ধ গর্জন, প্রাণে প্রাণে সংগ্রামী শপথ

ঢাকার উত্তপ্ত রাজপথ, নানা জল্পনা-কল্পনা ও রাজনৈতিক ধোঁয়াশায় কাটে ৬ই মার্চ

দেশে যদি বিপ্লবের প্রয়োজন দেখা দেয়, তবে সে বিপ্লবের ডাক আমিই দিব, আমিও কম বিপ্লবী নই: বঙ্গবন্ধু

দানবের সঙ্গে সংগ্রামের জন্য যেকোন পরিণতিকে মাথা পাতিয়া বরণের জন্য আমরা প্রস্তুত : বঙ্গবন্ধু

৩ হইতে ৬ মার্চ প্রতিদিন সকাল ৬টা হইতে দুপুর ২টা পর্যন্ত সমগ্র প্রদেশে হরতাল পালন করুন : বঙ্গবন্ধু

২ মার্চ বঙ্গবন্ধুর সাংবাদিক সম্মেলন

আসুন, পরিষদেই সমাধান খোঁজা হইবে : বঙ্গবন্ধু

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও মর্যাদা : প্রয়োজন সমন্বিত উদ্যোগ

ঘুরে আসুন সাজেক, খেয়াল রাখবেন কিছু বিষয়ে

নারী ও শিশু নির্যাতন: সভ্য সমাজের বর্বর বার্তা


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৮:০৯, মে ১২, ২০২২

বজ্রপাত হচ্ছে-সাবধান হই


Los Angeles

১২:২৮, অক্টোবর ৭, ২০২১

“কয় জন ভালো নয়, সয় জন ভালো হয়”


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

১১:৩৪, সেপ্টেম্বর ১৭, ২০২১

প্রকৃতিতে নয়, কেবল কাগজের নোটেই আছে ‘জাতীয় পাখি দোয়েল‘


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

২৩:০৮, আগস্ট ১৫, ২০২১

শাসক নয় বঙ্গবন্ধু আপাদমস্তক সেবক ছিলেন


Los Angeles

১৮:৫৭, আগস্ট ১৩, ২০২১

আড্ডা যেন এক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়


Los Angeles

০০:০৪, আগস্ট ৮, ২০২১

বাইরে মুক্তির কল্লোল ও বন্দী একটি পরিবার


image
image