image

আজ, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ইং

১৯৭১ সালের মার্চ মাসের পরিস্থিতি নিয়ে বিদেশি গণমাধ্যম-২

মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান    |    ২৩:৩৯, মার্চ ৩০, ২০২১

image

১৯৭১ সালের মার্চ মাসের উত্তাল পরিস্থিতি নিয়ে বিশে^র বড় বড় প্রভাবশালী দৈনিক ও সাপ্তাহিকগুলো বড় বড় নিবন্ধ পরিবেশন করে। এর মাধ্যমে পশ্চিমা দেশসহ বিশে^র বিভিন্ন দেশের জনগণ বাংলাদেশের প্রকৃত অবস্থা জানতে পারেন। ফলত: যুদ্ধকালে দেখা যায় পশ্চিমা অনেক দেশের সরকার পাকিস্তানকে সমর্থন করলেও জনগণ বাংলাদেশকে সমর্থন করেছেন। তারা বাংলাদেশের মুক্তি সংগ্রামের সপক্ষে জনমত গড়ে তুলেছেন। ১৯৭১ সালের ১৫ই মার্চ প্রভাবশালী পত্রিকা ‘টাইম’ নিম্নোক্ত নিবন্ধটি প্রকাশ করে যা দৈনিক সংবাদ ১৯ শে মার্চ প্রকাশ করে।

‘টাইম’ পত্রিকার দৃষ্টিতে পাকিস্তানের পরিস্থিতি
১৯৪৮ সালে জিন্নাহ বলেছিলেন আমরা যদি নিজেদেরকে প্রথমেই বাঙ্গালী, পাঞ্জাবী এবং সিন্ধী বলে আর আমাদের মুসলমান এবং পাকিস্তানী হওয়াটা নেহায়েত ঘটনাচক্র বলে ভাবতে শুরু করি, তাহলে পাকিস্তান খন্ডবিখন্ড হতে বাধ্য।

১৯৪৭ সালে ভারত উপমহাদেশ ভাগ হওয়ার পর তখনও খুন-খারাবিপূর্ণ সাম্প্রদায়িক সংঘর্ষের রক্ত বয়ে চলেছিল। ঐ সময় পাকিস্তানের প্রতিষ্ঠাতার কণ্ঠে ধ্বনিত হয়েছিল উপরোক্ত আশঙ্কা। গেল সপ্তাহে আবার রক্তগঙ্গা বয়েছে। দুনিয়ার সব চাইতে জনবহুল দেশের মধ্যে পঞ্চম স্থানীয় দেশটির  (লোক সংখ্যা ১৩ কোটি) একটি ভাঙ্গন- কিংবা একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার পূর্বাভাষ দেখা গেছে। দেশটি দুই অঞ্চলে বিভক্ত। গম উৎপাদনকারী পশ্চিমাঞ্চলে দীর্ঘকায় গৌরাঙ্গ লোকের বাস আর ধান উৎপাদনকারী পূর্বাঞ্চলে খর্বাকৃতি কৃষ্ণাঙ্গ লোকের বাস।

আসন্ন ভাঙ্গনের পিছনে যে ব্যক্তি রয়েছেন তিনি হচ্ছেন শেখ মুজিবুর (“মুজিব”) রহমান। তিনি হচ্ছেন অপেক্ষাকৃত বেশী জনবহুল, দারিদ্রপীড়িত পূর্বাঞ্চলের অবিসম্বাধিত রাজনৈতিক নেতা। “পাকিস্তান আজ যে অবস্থায় দাঁড়িয়েছে, তাতে তার শেষ হয়ে গেছে”- গত সপ্তাহে ঢাকার ‘টাইম’ সংবাদদাতা ড্যান কগিনকে একথা বলেছেন মুজিব। তিনি বলেন, “আপোষ নিস্পত্তির আর কোন আশা নেই।” তিনি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানকে পৃথক পৃথক শাসনতন্ত্র গ্রহণ করার এবং নিজের সমর্থকদের প্রতি পশ্চিমাঞ্চলে অবস্থিত কেন্দ্রীয় সরকারকে ট্যাক্স দিতে অস্বীকার করার আহ্বান জানিয়েছেন। মনে হয় তিনি, যাকে তিনি বাংলা দেশ (বেঙ্গল স্টেট) বলছেন, তার সরাসরি স্বাধীনতা ঘোষণার একেবারে কিনারে চলে এসেছেন। বাংলা দেশ হইবে দুনিয়ার সব চাইতে জনবহুল দেশগুলির মধ্যে অষ্টম স্থানীয়। মুজিব যদি এই ধরনের একটা ঘোষণা করে বসেন, তাহলে পূর্ব পাকিস্তানীদের সঙ্গে সেনাবাহিনীর প্রকাশ্য যুদ্ধও বেধে যেতে পারে। সেনাবাহিনীতে ৬০ হাজারের মতো সৈন্য রয়েছে, যাদের অধিকাংশই হচ্ছে পশ্চিমাঞ্চলীয়।

দুস্তর ব্যবধান
পূর্ব পাকিস্তানের প্রতি কেন্দ্রীয় সরকারের অবহেলার ফলে যে বিরোধের সূত্রপাত হয় এবং যে বিরোধ দু’বছর আগে প্রেসিডেন্ট আইয়ুবের পতনে সাহায্য করেছিল, বর্তমান সঙ্কট সে বিরোধেরই সম্প্রসারিত রূপ বলা যায়। আইয়ুবের উত্তরসূরী হচ্ছেন জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান- তিনি স্বেচ্ছাচারী হলেও পক্ষপাতহীন মনোভাবাসম্পন্ন। তিনি এই মর্মে আশা প্রকাশ করেছিলেন যে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের আরও বেশী অধিকার থাকবে। একটি শাসনতন্ত্র প্রণয়নের উদ্দেশ্যে তিনি গত ডিসেম্বরে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত করেন। ১৯৪৭ সালের পর থেকে এটাই ছিল পাকিস্তানের চতুর্থ নির্বাচন। ইয়াহিয়া ভেবেছিলেন গণপরিষদের ৩১৩টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনে শেখ মুজিব ও তাঁর আওয়ামী লীগ ৬০টি আসন পাবেন এবং পূর্ব পাকিস্তানের বাকী সদস্যরা পশ্চিম পাকিস্তানী দলগুলির সাথে মিলিত হয়ে মুজিবকে সমগ্র দেশের উপর কর্তৃত্ব স্থাপনে বাধা দেবেন। কিন্তু আওয়ামী লীগ ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন লাভ করে সমগ্র গণপরিষদেই সংখ্যাধিক্য অর্জন করেন। এই বিজয়ের মূলে ছিল পূর্ণ স্বাত্তশাসনের দাবী অথবা সরাসরি স্বাধীনতা।

নির্বাচনে ম্যান্ডেট লাভ করে মুজিব তাঁর ‘ছয় দফা’র উপর আরও জোর দিতে থাকেন। এই ‘ছয় দফা’য় দাবী করা হয়েছে যে, পশ্চিমাঞ্চলের দীর্ঘ দিনের প্রভূত্বের অবসান ঘটিয়ে পূর্ব পাকিস্তান নিজেই নিজের ট্যাক্স, বৈদেশিক বাণিজ্য ও ‘এইড’ সংক্রান্ত বিষয় পরিচালনা করবে। পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে ৫ কোটি ৮০ লক্ষ। মুজিব অভিযোগ করেছেন যে, পশ্চিমাঞ্চল বৈদেশিক সাহায্যের শতকরা ৭০ ভাগ এবং আমদানীর শতকরা ৭০ ভাগ নিয়ে থাকে। তিনি আরও অভিযোগ করেছেন যে, জনসংখ্যার দিক থেকে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের চাইতে অনেক এগিয়ে থাকলেও কেন্দ্রীয় সরকারের আমলাদের শতকরা ৮৫ ভাগ এবং সেনাবাহিনীর শতকরা ৯০ ভাগই পশ্চিমাঞ্চলের লোক। পূর্ব পাকিস্তান পৃথিবীর ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলির একটি- এখানকার জনসংখ্যা হচ্ছে ৭ কোটি ২০ লক্ষ। (পূর্ব পাকিস্তানে প্রতি বর্গমাইলে ১৪০০ লোক বাস করে থাকে।) পূর্ব পাকিস্তান বিশে^র সর্বাপেক্ষা দরিদ্র দেশগুলির একটি- এখানকার মাথাপিছু বাৎসরিক আয় হচ্ছে ৫০ ডলার। পূর্ব পাকিস্তান বিশ্বের সবচাইতে বেশী প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত দেশও বটে- গঙ্গা বদ্বীপে ঘূর্ণিবাত্যায় কমপক্ষে ৫ লক্ষ পূর্ব পাকিস্তানী নিহত হন।

পশ্চিম পাকিস্তানে প্রক্তন পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভূট্টো এবং তাঁর পাকিস্তান পিপল্স পার্টি বিপুল শক্তি নিয়ে আবির্ভূত হলেন। তারা ১৪৪টি আসনের ৮৩টি আসন দখল করলেন।

ধনী জমিদার পরিবারের সন্তান ৪৩ বৎসর বয়সের ভুট্টো চীন পন্থী এবং ভারত বিরোধী। পল্লীর মধ্যবিত্ত পরিবারে জন্ম ৪৮ বৎসর বয়সের মুজিব পশ্চিমাপন্থী এবং ভারতের সাথে শান্তি স্থাপনে অভিলাষী। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, পশ্চিম পাকিস্তানের অধিকাংশ পুঁজিপতি, আমলা এবং সামরিক অফিসার ভুট্টোকে সমর্থন করেন- যিনি ৬ দফা বিরোধী, কারণ ৬ দফা পন্থীরা পাকিস্তানের ঐক্য এবং তাঁর উচ্চাকাঙ্খাকে ধ্বংস করবে। 

ডিসেম্বরের নির্বাচনের পর মুজিব দু’বার পশ্চিম পাকিস্তানে অবস্থিত জাতীয় রাজধানীতে আহুত সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ইয়াহিয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। ইয়াহিয়া পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা গমন করলেন এবং ভ‚ট্টোও তাই করলেন। কিন্তু তাঁরা মুজিবের সাথে একমত হতে পারলেন না। তিনি কঠোরভাবে হুশিয়ারী প্রদান করলেন যে, সংখ্যালঘুরা আর সংখ্যাগুরুদের শাসন করতে পারবে না।

রাজনৈতিক নেতৃবৃন্দকে একটি সমঝোতায় পৌছানোর সুযোগ দানের উদ্দেশ্যে ইয়াহিয়া গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য গণ-পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখলেন। গণ-পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণাটি বাঙ্গালীদেরকে ক্রুদ্ধ করে তুললো।

মুজিব ঘোষণা করলেন, “আমি পশ্চিম পাকিস্তানের উপর ৬-দফা আরোপ করছি না, বাংলাদেশের জনগণের জন্য তা প্রযোজ্য এবং তারা তা বাস্তবায়িত করবে।” মুজিব প্রতিবাদস্বরূপ ঐ সাধারণ ধর্মঘট  এবং সপ্তাহের অবশিষ্ট দিনগুলোর জন্য অর্ধ-দিবস ধর্মঘট আহ্বান করলেন। অফিস, দোকানপাট, কলকারখানা, রেল, বিমান, এমনকি রিকশা বন্ধ হয়ে গেল।

ক্রুদ্ধ জনতা মুজিব-নির্দেশিত অস্ত্র- বাশেঁর লাঠি নিয়ে ঢাকার ফাঁকা রাস্তায় “জয় বাংলা ধ্বনি তুললো। ঢাকায় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন প্রাণ হারালো, অপর ১০০ জন নিহত হল চট্টগ্রাম বন্দর শহরে।

মুজিব সামরিক বাহিনীর গুলি বর্ষনকে ‘ক্ষমাহীন অপরাধ’ বলে নিন্দা করলেন এবং হুশিয়ারী উচ্চারণ করে বললেন,“তারা প্রত্যাহার না করলে জনযুদ্ধ শুরু হবে।”

সপ্তাহ শেষে ইয়াহিয়া খান বেতারে ঘোষণা করলেন যে, ২৫ শে মার্চ গণপরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে। “আমি  যতক্ষণ পর্যন্ত পাকিস্তান সশস্ত্র বাহিনীর অধিনায়ক পদে বহাল থাকবো ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের অখন্ডতার পুরোপুরি নিশ্চয়তা বিধান করবো।” এতদসত্ত্বেও মনে হয় এ ব্যাপারে সন্দেহ করার আছে যে, ইয়াহিয়ার পরিষদ অধিবেশন অনুষ্ঠানের সিদ্ধান্ত মুজিবকে শান্ত করতে পারবে। দু’দিন পূর্বে পূর্ব পাকিস্তানী নেতা পশ্চিম পাকিস্তানীদের সম্পর্কে বলেন, “আমি তাঁদের অনমনীয় মনোভাব ভাঙ্গবো এবং নতি স্বীকার করতে বাধ্য করবো।” এই ধরনের উক্তির পর সরাসরি স্বাধীনতা ঘোষণা করা এ্যান্টি ক্লাইমেক্সের চাইতে তেমন বেশী কিছু আর কি হতে পারে। (টাইম, ১৫ই মার্চ, ’৭১)

লেখকঃ মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, প্রকল্প পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর।


১৯৭১ সালের মার্চ মাসের পরিস্থিতি নিয়ে বিদেশি গণমাধ্যম

বঙ্গবন্ধুর অহিংস-অসহযোগ আন্দোলন

ঢাকার প্রতিরোধঃ রাজারবাগ

১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাত ও বেগম মুজিব

সেই বিভীষিকাময় রাতঃ ঢাকার আকাশ যেদিন নৃশংসতার আগুনে জ্বলছিল

‘হয় আমরা মানুষের মত বাঁচিয়া থাকিব, নতুবা বাঁচিয়া থাকিবার জন্য সংগ্রাম করিতে করিতেই মৃত্যুবরণ করিব’ : বঙ্গবন্ধু

সর্বাপেক্ষা কম রক্তপাতের মাধ্যমে যিনি চুড়ান্ত লক্ষ্য অর্জন করিতে পারেন, তিনিই সেরা সিপাহশালার:বঙ্গবন্ধু

৭ কোটি মানুষ যখন ঐক্যবদ্ধ হইয়াছে তখন দাবী আদায় করিয়া ছাড়িব : বঙ্গবন্ধু

বুলেট-বেয়নেট দ্বারা কখনও সাড়ে ৭ কোটি বাঙালীর দাবীকে স্তদ্ধ করা যাইবে না : বঙ্গবন্ধু

বঙ্গবন্ধুর অহিংস-অসহযোগ আন্দোলন ও তার ব্যাপকতা

আলোচনায় ‘কিছুটা অগ্রগতি হইয়াছে, এই মুহুর্তে ইহার চাইতে বেশি কিছু আমার বলিবার নাই, সময় আসিলে আমি অবশ্যই বিস্তারিত বলিব’

বিদেশী বন্ধুরা, দেখুন! আমার দেশের মানুষ আজ প্রতিজ্ঞায় কি অটল, সংগ্রাম আর ত্যাগের মন্ত্রে কত উজ্জীবিত; কার সাধ্য ইহাদের রোখে?

বঙ্গবন্ধু-ইয়াহিয়া দুদিনের আলোচনায় কোন ফল আসে নি, বঙ্গবন্ধুর জবাব আলোচনা চলবে

৫২তম জন্মদিনে আপনার সব চাইতে বড় ও পবিত্র কামনা কি? বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জবাব, ‘জনগণের সার্বিক মুক্তি

বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের অসহযোগ আন্দোলনের ৩৫ দফা নির্দেশ জারি

শেখ মুজিবের উপর ভরসা রাখুন, অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করুন

দোষ করিল লাহোর আর বুলেট বর্ষিত হইল ঢাকায়

১৯৭১ সালের ১২ মার্চ : কুর্মিটোলা মার্শাল ল’ অফিস ছাড়া কোথাও পাকিস্তানী পতাকা ওড়ে নাই

বিদেশী সাংবাদিকদের প্রতি শেখ মুজিবের আহবান

পূর্বাঞ্চলে যে ‘ভয়াবহ অবস্থা’ চলিতেছে, পশ্চিম পাকিস্তানের লোকেরা তাহা জানে না

বঙ্গবন্ধু শেখ মুজিবের শর্ত মানিয়া লও

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম : বঙ্গবন্ধু

ঢাকার রাজপথে স্বাধিকারকামী জনতার দৃপ্ত পদচারণা কন্ঠে কন্ঠে ক্ষুব্ধ গর্জন, প্রাণে প্রাণে সংগ্রামী শপথ

ঢাকার উত্তপ্ত রাজপথ, নানা জল্পনা-কল্পনা ও রাজনৈতিক ধোঁয়াশায় কাটে ৬ই মার্চ

দেশে যদি বিপ্লবের প্রয়োজন দেখা দেয়, তবে সে বিপ্লবের ডাক আমিই দিব, আমিও কম বিপ্লবী নই: বঙ্গবন্ধু

দানবের সঙ্গে সংগ্রামের জন্য যেকোন পরিণতিকে মাথা পাতিয়া বরণের জন্য আমরা প্রস্তুত : বঙ্গবন্ধু

৩ হইতে ৬ মার্চ প্রতিদিন সকাল ৬টা হইতে দুপুর ২টা পর্যন্ত সমগ্র প্রদেশে হরতাল পালন করুন : বঙ্গবন্ধু

২ মার্চ বঙ্গবন্ধুর সাংবাদিক সম্মেলন

আসুন, পরিষদেই সমাধান খোঁজা হইবে : বঙ্গবন্ধু

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও মর্যাদা : প্রয়োজন সমন্বিত উদ্যোগ

ঘুরে আসুন সাজেক, খেয়াল রাখবেন কিছু বিষয়ে

নারী ও শিশু নির্যাতন: সভ্য সমাজের বর্বর বার্তা


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০০:২৭, মে ১, ২০২১

Knowledge rich বনাম Knowledge poor 


Los Angeles

০০:১৭, এপ্রিল ১৭, ২০২১

১৯৭১ সালের ১৭ই এপ্রিল ও মুজিব নগর সরকার- একটি সাক্ষাৎকার


Los Angeles

২৩:০২, এপ্রিল ১৩, ২০২১

পবিত্র রমযান হোক করোনা থেকে পরিত্রাণের মাস


Los Angeles

২৩:৩৯, মার্চ ৩০, ২০২১

১৯৭১ সালের মার্চ মাসের পরিস্থিতি নিয়ে বিদেশি গণমাধ্যম-২


Los Angeles

০০:৩৫, মার্চ ৩০, ২০২১

১৯৭১ সালের মার্চ মাসের পরিস্থিতি নিয়ে বিদেশি গণমাধ্যম


Los Angeles

০০:২৪, মার্চ ৩০, ২০২১

বঙ্গবন্ধুর অহিংস-অসহযোগ আন্দোলন


Los Angeles

১৪:৩২, মার্চ ২৭, ২০২১

ঢাকার প্রতিরোধঃ রাজারবাগ


image
image
image

আরও পড়ুন

Los Angeles

১৩:৫৫, জুন ১৫, ২০২১

দোহাজারীতে ৫০ হাজার ইয়াবাসহ আটক-৩, কাভার্ডভ্যান জব্দ


Los Angeles

১৩:৪৭, জুন ১৫, ২০২১

আউশে আশাবাদী আনোয়ারার চাষীরা


Los Angeles

১৬:২৫, জুন ১৪, ২০২১

রাউজানে মাদকসহ আটক-১